1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না, বদলি আদেশ রোহিত হয়ে ফের আলোচনায় পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে উদ্যোক্তা একেএম শামসুল ইসলাম উজ্জ্বল চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ‎ শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা চারঘাটে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা, পরিবারে শোক রাজশাহীতে সওজের অস্থায়ী কর্মচারীদের ১ ঘন্টার কর্মবিরতি পালন রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা শিবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি চলছে

বাঘায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি-আলোচনা সভা, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো-ইউএনও

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা তৈরিতে প্রতি বছরের ন্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করাসহ ইতিবাচক মনোভাব তৈরিতে জোর দেওয়া হয়। বক্তারা বলেন, লিঙ্গবৈষম্যের অবসান ঘটিয়ে, প্রতিটি কন্যা শিশুকে আমরা আমাদের শক্তি ও গর্ব হিসেবে গ্রহণ করব। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের নেতৃত্বের বিকাশে আমরা সকলে মিলে কাজ করব।” একটা রাষ্ট্রে একজন শিশু কী হতে চাইবে, তা সে নির্ধারণ করে থাকে সেই রাষ্ট্র ও সমাজের পুরস্কার ও তিরস্কার প্রাপ্তদের দেখে। পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রতিটি স্তরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামষ্টিক করণীয় ও বর্জনীয় নির্ধারিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল-‘ আমি কণ্যা শিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’। বুধবার(০৮-১০-২০২৫)বাঘা উপজেলা মহিলা বিষয়ক কর্র্মকর্তার কার্যালয় ,উপজেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করে। সকাল ১০ টায় র‌্যালি পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোরআন তেলায়াত করেন হাফেজ মাহুদ হাসান। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায়,স্বাগত বক্তব্যকালে অনুষ্ঠানের সভাপতি মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতার বলেন, যেকোনো কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র সৃষ্টির জন্য নারী পুরুষের অবদান অনস্বীকার্য। লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিবছর জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়।

বিশেষ অতিথি- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি বলেন,একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যাশিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করি, আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাদের সমানভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে উৎসাহিত করি।

প্রধান অতিথি-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,এই দিবসের উদ্দেশ্য হলো কন্যাশিশুদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ গড়তে তাদের সক্ষমতা ও নেতৃত্বের বিকাশকে উৎসাহিত করা, যা একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করবে। একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কন্যা শিশুদের সফল নেতৃত্ব বিকাশে বিনিয়োগ এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে

তিনি আরো বলেন, প্রতিটি কন্যা শিশু তাদের প্রাপ্য সম্মান, ভালোবাসা এবং সমান সুযোগ পাবে। আমরা কন্যাশিশুদের উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে তাদের পাশে থাকব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সমাজ সেবা অফিসার মাসুদ রানা,আলপনা ইয়াসমিন,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,শিক্ষার্থী মায়মুনা নুর,নাফিজা নেওয়াল । উপস্থিত ছিলেন-সরকারি কর্মকর্তা-শিক্ষক ও শিক্ষার্থী। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট