বাগমারায় বিবিশ্বনবী’কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
-
প্রকাশের সময় :
শুক্রবার, ১০ জুন, ২০২২
-
১৩৫
বার এই সংবাদটি পড়া হয়েছে
ছবি: আশিক
# আশিক ইসলাম………………………………….
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়াকর্মী নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রাযি.) সম্পর্কে চরম কটূক্তিমুলক বক্তব্যের প্রতিবাদে বাগমারায় সর্বস্তরের তোহীদি জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (১০ জুন) জুমু’আর নামাজের পর ভবানীগঞ্জ নিউমার্কেট থেকে মিছিলটি গোডাউন মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় “বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান ” স্লোগান দিতে থাকে বাগমারার সর্বস্তরের তোহীদি জনতা। এসময় বক্তারা মোদী সরকারের কঠিন সমালোচনা করে বলেন,ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশ সরকারের উচিত এটার জোরালো প্রতিবাদ করা।মুসলিম ব্যক্তি হিসেবে সকলকে ভারতীয় পণ্য বর্জনের আহব্বান জানান মুসলিম তোহীদি জনতা।#
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ