1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আড়ানী পৌরসভার তহবিল থেকে  টাকা আত্নসাত ও ভ্যাট ও ট্যাক্স ফাঁকির  অভিযোগে  সাবেক মেয়র মুক্তারসহ  আট জনের বিরুদ্ধে মামলা শিবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দুইদিনব্যাপী কর্মসূচি বিএনপির রাজশাহীর পবাতে  ভাতিজার হাতে ফুফু খুন বাঘার হাট বাজারে বিক্রি করা দুই লক্ষ টাকা মূল্যের কারেন্ট-চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তানোরে পাচারের সময় জনতার হাতে চল্লিশ বস্তা সার আটক রাণীশংকৈল থানায়  পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত   খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের দু’টি ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ  নাচোলে কিশোর কিশোরীদের ব্যক্তিগত স্বাস্হ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত বাগমারায় খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান অর্থদণ্ড রাজশাহীতে আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বাগমারার সাবেক এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী:
রাজশাহীর বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানকে জনগণ আটক করে বাগমারা থানা পুলিশের হাতে হস্তান্তর করেছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে এবং জনগণের ক্ষোভের শিকার হন। আতাউর রহমান আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার নাটোর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। এসময় তাকে নাটোর এলাকার জনগণ চিনতে পেরে তাকে আটকে করেন। পরে খবর পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে বাগমারা থানা পুলিশ নাটোর রেলস্টেশনে পৌঁছে তাকে জনগণের হাত থেকে উদ্ধার করে। এবং তাকে বাগমারা থানায় নিয়ে আসা হয়। তার বাড়ি বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা গ্রামেতে।

এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জনান,সাবেক এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানকে নাটোরের জনগণ আটক করে রেখেছে বলে খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তবে তাকে গতকাল মঙ্গলবার রাজশাহী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট