1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জহুরুল আলম বাবু ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ঝালকাঠির খালেদ সাইফুল্লাহ ধোবাউড়ায় চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস নওগাঁ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন শিবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫/২০টি ককটেল বিস্ফোরণ ভোলাহাটে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নাটোরে ডিবির অভিযান : একদিনে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার আমাদের রূপসা ম্যাগাজিনের ২য় সংখ্যা প্রকাশ মতবিবিনিময় ও রূপসা দিবস প্রস্তাবনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জহুরুল আলম বাবু

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহী-৪ (বাগমারা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জহুরুল আলম বাবু বাগমারা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে বেলা তিনটায় এ সংবাদ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে কেন রাজনীতিতে আসছেন এবং নির্বাচিত হলে বাগমারার উন্নয়নে কী ধরনের কার্যক্রম গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

জহুরুল আলম বাবু বলেন, “আমি সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। রাজনীতির মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করা যায় বলেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি। যদি দল মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করে, তবে সর্বপ্রথম বাগমারায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেব। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”

তিনি আরও বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে আমার কাঙ্খিত পদোন্নতি হয়নি। বিএনপি’র গণতান্ত্রিক দর্শনে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগ দেন। জনগণ তাকে সুযোগ দিলে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় বাগমারার মানুষের আস্থা অর্জনই হবে তাঁর মূল লক্ষ্য।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শহীদুজ্জামান মুকুল সাবেক সভাপতি বাগমারা উপজেলা যুবদল, মোঃ দুলাল উদ্দিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম মাস্টারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এবং জহুরুল আলম বাবু সেসব প্রশ্নের জবাব দেন। তিনি বাগমারার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট