গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবলু হাসান এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান। সোমবার দিবাগত রাতে বাগমারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।পরে তাদেরকে ৫ আগস্টের ঘটনায় মুনছুর রহমানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে রাতের আঁধারে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে তাহেরপুর পৌরসভায় ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নরদাশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার (৪৩) ও আউচপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি বুলবুল হোসেন (৪২)কে আটক করে পুলিশ। পরে তাদেরকেও ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, রাতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতা সহ লিফলেট বিতরণকালে যুবলীগের আরেক নেতা ও ওয়ার্ড আওয়ামীলীগের দুই জন কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#