নিজেস্ব প্রতিবেদক, বাগমারাঃ বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাজেদুর ইসলাম সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় যোগীপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান মাজেদুর ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এনামুল হকের নিকটাত্মীয়। ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। গত বছরের ৫ আগস্ট–পরবর্তী পরিস্থিতিতে তিনি পরিষদে অনুপস্থিত থাকেন। পরে গ্রেপ্তারও হন।
বক্তারা আরো বলেন, “সোহাগ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই নানা অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তারপরেও তিনি আবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলে এলাকাবাসী তা মেনে নেবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যোগীপাড়া ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমান, সানাউল্লাহ, শাহজাহান আলী, লুৎফর রহমান, জাবেদ আলী, নজরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান বাবু, আব্দুল কুদ্দুস, মোঃ আলম, আকরাম হোসেন, শহিদুল ইসলাম, মেহের আলী, রহিদুল ইসলাম, সুফিয়া বেগম, ফাতেমা বেগম সহ প্রমূখ।
এ বিষয়ে ইউপি মাজেদুর ইসলাম সোহাগ বলেন, আমি উচ্চ আদালতে রিট করে উচ্চ আদালতের নির্দেশে দায়িত্ব ফিরে পেয়েছি।#