শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি………………………………………..
বাকেরগঞ্জে সহকারী অধ্যাপক /ষষ্ঠ গ্রেড পদে উন্নিত হলেন বিগত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলায় কলেজ পর্যায় মনোনীত শ্রেষ্ঠ বিজয়ী মনোনীত সকলের পরিচিত মুখ রতনা আমিন মহিলা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম। তিনি কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ের প্রভাষক হিসেবে দীর্ঘদিন ধরে শুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
উপজেলার স্বনামধন্য পরিবারের সদস্য পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ হাওলাদার ও রত্নগর্ভা মাতা হালিমা খাতুনের ৭ ছেলে মেয়ের মধ্যে ৬ নম্বর সন্তান শহিদুল ইসলাম। অত্যান্ত মেধাবী ও নিরহংকারী এই শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের উপর ডিগ্রি অর্জন করে ২০০৪ সালে রতনা আমিন মহিলা কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষাকতার পাশাপাশি তিনি সদ্য প্রতিষ্ঠিত কলেজের উন্নয়ন কর্মকান্ডে লিপ্ত থেকে কলেজের শুনাম অক্ষুণ্ণ রাখতে তৎপরতা চালাতে থাকেন। তার সে প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বিগত সময়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হন। একই সাথে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বি এন এস এর খ্যাতিও তিনি এ কলেজের জন্য উপহার দিয়েছেন।
বড় ভাই সোনালী ব্যাংকের সাবেক অফিসার। মেজো ভাই কমিশনার ও যুবলীগ সাধারণ সম্পাদক হিসেবে সর্বজন শ্রদ্ধেয় আসনে থেকে এলাকার মানুষের সেবায় নিয়োজিত আছেন। ছোট একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। তার তিন ভাইয়ের বৌ ই প্রাইমারি স্কুলের শিক্ষীকা। নিজে শিক্ষাকতার পাশাপাশি জাতীয় পার্টির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন বহুদিন ধরে। এক ছেলে ও এক মেয়ের জনক স্ত্রী সন্তান নিয়ে সুখি পরিবারের সদস্য। তিনি তার এ সাফল্যের জন্য সকালের দোয়া কামনার পাশাপাশি কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য এমপি রতনা আমিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তার সাফল্যের সংবাদে তার শুভাকাঙ্ক্ষী ও নিকট জনদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজমান, সকলের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় তিনি বিমোহিত ও মুগ্ধ। সকলের অনুপ্রেরণায় ভবিষ্যতের তিনি আরো অনেক দুরে এগিয়ে যেতে চান।#