
মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : শিক্ষকদের পেশাগত উন্নয়ন, মর্যাদা ও কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে অনুষ্ঠিত হলো বার্ষিক ভোজ ও চেক বিতরণ অনুষ্ঠান ২০২৫। শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে তানোর উপজেলার শিক্ষক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সাফিনা পার্ক উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব এবং রাজশাহী ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী। তার উপস্থিতিতে অনুষ্ঠানে গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি পায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকই জাতির মূল শক্তি। একটি প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা শুধু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণই নয়, বরং সমাজে জ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তি স্থাপন করে।
তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে আধুনিক, বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক সংস্কার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা হযরত আলি, আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখা বলেন, শিক্ষকরা দেশের প্রতিটি খাতে অবদান রাখলেও অনেক সময় তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত হয় না। শিক্ষক সমাজের দাবি-দাওয়া, পদোন্নতি, কর্মপরিবেশ, প্রশিক্ষণ এবং বেতন কাঠামোতে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের লক্ষ্যেই সমিতি দীর্ঘদিন ধরে কাজ করছে। তার বিশ্বাস, আয়োজনগুলো শিক্ষক সমাজকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহসান হাবিব, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি তানোর উপজেলা শাখা। তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সংগঠনের শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠায় সমিতি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষকরা মতামত প্রদান করেন। তারা নতুন শিক্ষাক্রম, প্রযুক্তিভিত্তিক শিক্ষা, বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক সংকট ও প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসব মতামত জেলা কমিটির মাধ্যমে জাতীয় পর্যায়ে উপস্থাপন করার ঘোষণা দেওয়া হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষকদের হাতে চেক, সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কামরুজ্জামান হেনা, সাবেক চেয়ারম্যান, বাধাইড় ইউনিয়ন পরিষদ; মফিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান, চান্দুরিয়া ইউনিয়ন; মালেক মন্ডল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা; আখেরুজ্জামান হান্নান, সাবেক চেয়ারম্যান, তালন্দ ইউনিয়ন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি কাভার করতে উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মমিনুল ইসলাম মুন ও সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের সংবাদ প্রচার ও গণমাধ্যম কাভারেজ আরও বেগবান হয়। শিক্ষক, সামাজিক প্রতিনিধি ও নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষা আন্দোলন ও শিক্ষক সমাজের ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।#