২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ নামের তেলুগু ছবির হাত ধরে অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন সামান্থা। সামান্থার কেরিয়ারের প্রথম নায়ক নাগা। এই ছবিতে নাগার বিপরীতেই অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। ছবির সেটেই প্রথম আলাপ হয় দু’জনের।
২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ নামের তেলুগু ছবির হাত ধরে অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন সামান্থা। সামান্থার কেরিয়ারের প্রথম নায়ক নাগা। এই ছবিতে নাগার বিপরীতেই অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। ছবির সেটেই প্রথম আলাপ হয় দু’জনের।
২০১৫ সালে সম্পর্কে ইতি টানেন সামান্থা এবং সিদ্ধার্থ। বিচ্ছেদের নেপথ্যে যে দীপা রয়েছেন তা নিয়ে চর্চাও শুরু হয়। বিচ্ছেদের পর মুখ খুলতে দেখা যায় সামান্থাকে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে সামান্থা লেখেন, ‘‘সম্পর্ক থেকে আমি শুধুই যন্ত্রণা পেয়েছি বলে অনেকে আলোচনা করছেন। কিন্তু তা সত্য নয়। সিদ্ধার্থ খুব ভাল মানুষ। যা হয়েছে তা সম্পূর্ণ ব্যক্তিগত। দয়া করে কোনও পক্ষ নেবেন না। থামুন।’’
এক পুরনো সাক্ষাৎকারে সিদ্ধার্থ এবং সামান্থার সম্পর্ক নিয়ে প্রশ্ন করে হলে দীপা বলেছিলেন, ‘‘সিদ্ধার্থের সঙ্গে আমার শুধুমাত্র পেশাগত সম্পর্ক ছিল। আমায় কাজ নিয়ে প্রচুর সাহায্য করেছে ও। ছবির প্রচারের সূত্রেই আমরা দেখা করেছি। ছবি সংক্রান্ত সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের আর দেখাই হয়নি।’’
সাক্ষাৎকারে দীপা আরও বলেছিলেন যে, ‘‘সিদ্ধার্থের সঙ্গে আমার এমন কোনও ঘনিষ্ঠতা ছিল না যেখানে আমরা একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব। এমনকি, সিদ্ধার্থ যে কোনও সম্পর্কে রয়েছে, তা-ই জানতাম না আমি। আমি সত্যিই বুঝতে পারছি না, আমার নাম কী ভাবে জড়িয়ে পড়ল।’’
বলিপাড়া সূত্রে খবর, ২০২১ সাল থেকে বলি অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ। চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন দুই তারকা।
চলতি বছরের নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। শুধু তা-ই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজ়নেও অভিনয় করেন সামান্থা।
‘রক্ত ব্রহ্মাণ্ড’ নামের একটি ছবিতে বলি অভিনেতা আদিত্য রায় কপূরের সঙ্গে অভিনয় করার কথা রয়েছে সামান্থার। সেই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ-ডিকে। সামান্থার কেরিয়ারের রেখচিত্র দেখে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন বলিপাড়ার একাংশ।
অধিকাংশের দাবি, নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে অধিকাংশ কাজ করছেন তিনি।
সম্পর্ক নিয়ে রাজ বা সামান্থা দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। তবে একাংশের দাবি, রাজের সঙ্গে শুধুমাত্র পেশাগত সম্পর্ক রয়েছে সামান্থার। বাকি সমস্তই গুজব ছড়ানো হচ্ছে। প্রাক্তন স্বামী দ্বিতীয় বার বিয়ে করলেও আপাতত কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান সামান্থা।#