
# বদরগঞ্জ( রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জিসান মিয়া (১৭)নামে ডিসের তারে ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মধুপুর ইউনিয়নের রাজারামপুর নাওপাড়া গ্রামে। মৃত্যু জিসান নাওপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।নিশ্চিত করেছে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।
জানা গেছে, নিহত জিসান মিয়া সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের বাড়িতে শয়ন ঘরের তীরের সাথে ডিসের তার গলায় পেছিয়ে ফাঁস দিয়ে মারা গেছে। স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।তবে কি করনে ফাঁস দিয়ে মারা গেছে জানা যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, মধুপুর ইউনিয়নে জিসান নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মারা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#