# বটিয়াঘাটা, খুলনা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলার ৭নং আমিরপুর ইউনিয়নের খারাবাদ এলাকায় একটি গন ঘেরের কর্মচারীদের কাছে চাঁদা দাবি, মাছ লুট ও ঘেরের বাসা পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার মোঃ নাজমুল আকুঞ্জী (৩০), পিতা-মৃত মোহাম্মদ আলী আকুঞ্জী বটিয়াঘাটা থানায় ১১ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।
বিবাদীরা হলেন, মোঃ আসাদ মোল্লা (৫৫),পিতা- ওহাব মোল্লা,সোহেল রানা (৪৫) পিতা-সালাম শেখ, নাজমুল শেখ (৩০) পিতা-হান্নান শেখ, রসূল শেখ (৩০), পিতা-ইদ্রিস শেখ.খায়রুল শেখ (৩৩) পিতা মান্নান শেখ, আলী সরদার (৩২) পিতা বিল্লাল সরদার,রাশেদ শেখ (২৬) পিতা এয়াকুব শেখ,সালমান ফারাজী (২৭) পিতা সওকত ফারাজী, নাজমুল শেখ (৩৫) পিতা জিনদার শেখ,ইমন পাল (২০) পিতা- অজ্ঞত, রব ইজ্জাদার (৩০) পিতা-শামসুর ইজ্জাদার।
অভিযোগ সুত্রে জানা যায়,বিবাদীরা গত ০২/১০/২০২৫ খ্রিঃ রাত অনুমান ১০ টায় সময় গণ মাছের ঘেরের কর্মচারী মোঃ আফজাল শেখ কে গালিগালাজ করেন এবং বলেন তোর মালিককে বলবি এখানে ঘের করতে হলে আমাদের কে ৫০,০০০/- হাজার টাকা দিতে হবে এইবলে ঢলে যায়। পরদিন ঘেরের কর্মচারী মালিক পক্ষকে জানালে মালিক পক্ষ টাকা দিতে অস্বীকার করে।পরে তারা গণ ঘেরটি থেকে যোর পূর্বক অনুমান ৩০/৪০ মন মাছ ধরে নিয়ে যায়। ঘেরের বাসায় থাকা ব্যাপারীর গোনের (৩.০০.০০০) তিন লক্ষ টাকা নিয়ে যায় এবং যাওয়ার সময় ঘেরের বাসা সহ ঘেরে থাকা কাগজ পত্র ও জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এবিষয় গন ঘেরের মালিকগণ জানান,এই চাঁদাবাজদের দৃষ্টান্তমুলক শাস্তুির দাবি জানান।#