
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: শৈত্যপ্রবাহে দেশের অধিকাংশ অঞ্চল যখন কনকনে ঠান্ডায় বিপর্যস্ত, ঠিক সেই সময়ে মানবিক দায়বদ্ধতা থেকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ঝাল বাড়ি বাজারে২/১/২৬ ইং বিকাল তিন টার সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।বটিয়াঘাটা উপজেলার সাবেক সহ সভাপতি মেহেদী কবীর সুমন (উপজেলা বিএনপি, বটিয়াঘাটা, খুলনা)-এর সৌজন্যে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা হাওলাদার, সাবেক সভাপতি, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: নজরুল ইসলাম নয়ন, সভাপতি, স্বপ্নচূড়া যুব সংগঠন। বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক কাজ।

তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। দোয়া করা হয়—আল্লাহ তায়ালা যেন এই উদ্যোগ কবুল করেন এবং দাতা ও সহযোগীদের উত্তম প্রতিদান দান করেন। আমিন।#