# মোহাম্মাদ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি: ফিলিস্তিনির গাজা উপত্যকায় মানবাতা বিরোধী ইসরাইয়েল কর্তৃক দেশটির উপর চলমান বর্বর গণহত্যার বিরুদ্ধে এবার ব্যতিক্রমী প্রতিবাদী সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা ও কয়রা উপজেলা শাখা।
১০এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছাও কয়রা উপজেলা শাখা যৌথ উদ্যোগে মুফতী আহমদ আলীর সভাপতিতে ও হাফেজ মোঃ মঈনুদ্দীন এর পরিচালনায় শত শত নেতা কর্মির অংশ গ্রহনে পাইকগাছা পৌরসভা মৌখালী বাজার ,আমাদী বাজার, কয়রা বাজার, গিলাবাটী বাজার, চাঁদখালী,বাজার বাকা বাজার, কপিলমুনি বাজারসহ দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন বাজার মোটর সাইকেল শোডাউন ও ব্যতিক্রমী প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ও ইসালামী আন্দেলন খুলনা- ৬ আসনের সম্বভ্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথী ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার ইসলামী আন্দোলন পাইকগাছা উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা কবির হুসাইন, কয়রা উপজেলার সহ সভাপতি মোঃ আহসানুল্লাহ, কয়রা উপজেলার সেক্রেটারি মুফতি শাহিনুর রহমান সহ সভাপতি মোঃ ফারুক শিকারী,পাইকগাছার জয়েন্ট সেক্রেটারী সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, চাঁদখালী ইউনিয়নর সভাপতি জি এম,আসাফুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহরুল, রাড়ুলী ইউনিয়ন আলহাজ্ব আবদুল মজিদ সরদার, মোঃ সাজিদুল৷ ইসলাম,হাফেজ খালিদ হাসান, মাওলানা ইব্রাহিম, লস্কর ইউনিয়নর সেক্রেটারী মোঃ বাইজিদ, আবদুল গফুর মিস্ত্রি, মোঃ মিনারুল,মোঃ মাহফুজুর রহমান, মোঃ মিরাজুল, মোঃ নাঈম, মোঃ মোয়াজ, অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে খুলনা ১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনে ও ইসালামী আন্দেলন বাংলাদেশ এর সম্বভ্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদের নেতৃত্বে চালনা পৌরসভা সদর দাকোপ কামার খোলা সুতার খালী নলিয়ন পানখালী খাটাইল বাজার এবং বটিয়াঘাটা বাজার, কাতিয়ানাংলা বাজার,জলমা বিশ্বরোড গল্লামারী শত শত নেতা কর্মির অংশ গ্রহনে মোটর সাইকেল শোডাউন ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে।#