নাজিম হাসান……………………….
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল রবিবার সকালে বারনই নদি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তির নাম রুপ কুমার (৩৫)। সে উপজেলার তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের হরিফলা মহল্লার জেলেপাড়ার মৃত বিশু হলদারের মেয়েকে বিয়ে করে পাউবোর বাধ এলাকায় ঘরবাড়ি বানিয়ে দির্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলার দত্তপাড়া গ্রামে। তার বাবার নাম নীরেন হালদার। তিনি পেশায় ভ্যাগাড়ি চালক।
ফায়ার সার্ভিস ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ রুপ কুমার শনিবার বিকালে তাহেরপুর পৌরসভা এলাকার জেলেপাড়া মহল্লার ফেলা হলদার নামক মৃত ব্যক্তির লাশ সরগাছি উড়াপিতলা শ্মাশান ঘাটে সমাধি শেষ করে বাড়ি ফিরে আসেন এবং বিকেল পৌনে ৬ টার দিকে সে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে নামেন। এবং একপর্যায়ে তিনি নদীতেই ডুবে যান। পরে এলাকার লোকজন জড়ো হয়ে নদির ধারে বগু খোঁজখুজি করে তাকে না পেয়ে বাগমারা থানার ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তবে রাত হওয়ায় ডুবরি দলের সদস্যরা উদ্ধার অভিযান কাজ চালাতে পারেননি। অবশেষে গতকাল রবিবার সকালে সার্ভিসের ডুবুরি দল বারনই নদি থেকে তার লাশ উদ্ধার করেন।
এবিষয়ে বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিন জানন, গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরী দল এসে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালিত করে তার লাশ উদ্ধার কারা হয় হবে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।#