1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পাকশীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় ধোবাউড়ায় চলছে দ্রুত গতিতে রাস্তার কাজ, এলাকাবাসির স্বস্তি চাঁপাইনবাবগঞ্জ -২  আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন আমিনুল ইসলাম রাজশাহী-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনী প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা-ভাংচুর, আহত ৪ শিবগঞ্জে বিএনপি প্রার্থী শাহজাহান মিয়াকে অভিনন্দন  কৃষকদলের বাঘা পৌর কমিটির আহ্বায়ক জনি সদস্য সচিব সোহাগ নওগাঁ -২ আসনে ধানের শীষের কান্ডারী সামসুজ্জোহা খান চারঘাট-বাঘা আসনে চাঁদকে মনোনীত করায় আনন্দে নেতা-কর্মীরা, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন শাহাজাহান মিয়া, আমিনুল ইসলাম ও হারুনুর রশিদ

প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা-ভাংচুর, আহত ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ তুহিন,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটি নতুনহাট এলাকায় এক প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী ও তার তিন মেয়েসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে জেলা শহরের নামোশংকরবাটি নতুনহাট এলাকায় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, একই এলাকার প্রবাসী মুখলেসুর রহমানের স্ত্রী সুলতানা বেগম (৩৮), তার তিনি মেয়ে মোসা. মায়া (১৭), সানজিদা আক্তার (১০) ও মোসলেমা আক্তর। তাদের মধ্যে প্রবাসীর স্ত্রী সুলতানা বেগম বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় চাঁদাবাজি, হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় এজাহার করেছন আহত সুলতানার বোন সিমু বেগম।

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী, আহতের পরিবার-স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র বাড়ি তৈরির করা নিয়ে চলতি বছরের গত ১২ জানুয়ারী প্রবাসী মুখলেসুর রহমানের স্ত্রী সুলতানা বেগমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সোমবার (০৩ নভেম্বর) দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ছাদ টপকে বাড়িতে এসে হামলা করে। এসময় সুলতানা বেগমকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি মুখে গামছা পেঁচিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। মাকে ছুটাতে আসলে ৩ মেয়েকেও মারধর ও শ্লীলতাহানি করে তারা। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় সুলতানা বেগম ও তার ৩ মেয়েকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, নামোসংকরবাটী নতুন হাট এলাকার মো. মোসারফের ছেলে মো. আব্দুল্লাহ (৩০), মৃত ইয়াসিনের ছেলে মো. হযরত আলী (৫৫) তার ছেলে মো. হানিফ (২৯), মৃত রাজ্জাকের ছেলে মো. বাদশা (৪২), মোক্তার আলী (৪০), সাত্তার আলী (৩৮), মৃত তসলিমের ছেলে মো. মোসারোফ (৫৪), সেন্টু আলীর ছেলে নাজমুল হক (২৮), আজিজুল হকের ছেলে মো. আব্দুল্লাহ (৩০), সানু মিস্ত্রির ছেলে আজিজুল (৫২)। আহত গৃহবধূ সুলতানা বেগম এখনো অচেতন অবস্থায় রয়েছে।

এনিয়ে তার মেয়ে মুরশেদা আক্তার মায়া বলেন, চাঁদা না পাওয়ার পর থেকেই আমাদেরকে নানারকম ভয়ভীতি ও হুমকি দেয়। বাড়ির দরজা বন্ধ করে দেয়ায় বাড়ির ছাদ টপকে এসে হামলা চালায় তারা। এসময় মাকে রক্তাক্ত করে বেধড়ক মারধর করে তারা। আমরা এগিয়ে গেলে আমাদের উপরেও নির্যাতন ও মারধর করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমাদেরকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েই এসেছিল তারা। তিনি আরও বলেন, মারধরের পরেও হুমকি দেয় যাতে মামলা না করি। মারধর-জখম ছাড়াও বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে তারা৷ এসময় তারা ঘরের মধ্যে ঢুকে বাক্স ও আলমারি ভেঙ্গে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, কানের দুল, চার জোড়া হাতের স্বর্ণের বালা ও নুপুর লুট করে নিয়ে যায়। আমরা এখনো নিরাপত্তাহীনতায় আছি। যেকোন মুহুর্তে আবারও হামলা করবে। এলাকায় যেতে পারছি না। এর ন্যায়বিচার চাই আমরা।

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী শফিকুল আলম বলেন, চাঁদাবাজ চক্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আ.লীগের ক্যাডার বাহিনী। প্রবাসী মুখলেসুর রহমান বাড়ি তৈরি করতে গেলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। না পেয়ে এমন সন্ত্রাসী হামলা চালায়। কিন্তু ঘটনার সময় তাদের হাতে দেশীয় বিভিন্ন অস্ত্র থাকায় কেউ এগিয়ে যায়নি। তারা মারধরের পর আবার ছাদ টপকে চলে যাওয়ার পর আহতদেরকে উদ্বার করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, আহত নারীদের পক্ষ থেকে দেয়া এজাহার গ্রহণ করা করা হয়েছে এবং ঘটনাটি তদন্তের জন্য পুলিশ কর্মকর্তা সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে এবিষয়ে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট