
মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার কাঁঠালবাড়িয়া, পশ্চিম খুঁটিপাড়া, কার্তিকপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মোট ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, প্রশাসনের এই তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধিতেও পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।#