
আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : সীমান্তে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। দুই দেশের মানুষের পারিবারিক আবেগ ও সম্পর্কের প্রতি বিশেষ সম্মান দেখিয়ে বাহিনীটি ভারতীয় এক নারীর মরদেহ তার বাংলাদেশি স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে।ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুসংবাদ বাংলাদেশে পৌঁছালে তার ছোট ভাই আতাউর রহমান (৬০) ও পরিবারের সদস্যরা বোনের মরদেহ দেখার আকাঙ্ক্ষা জানান এবং এ বিষয়ে তারা বিজিবির কাছে আনুষ্ঠানিক আবেদন করেন। আবেদন পাওয়ার পরই মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ–এর সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়। দ্রুত সমন্বয়ের মাধ্যমে ৫ ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস–এর কাছে শূন্য লাইনে মরদেহ দেখার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে ফনি বেগমের স্বজনরা তার মুখ শেষবারের মতো দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মানবিক এই উদ্যোগের জন্য তারা বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন— “বিজিবি সব সময় মানবিক কর্মকাণ্ডে সংবেদনশীল ও সহানুভূতিশীল। যে কোনো মানবিক কাজে বিজিবি মৌলিক দায়িত্ব হিসেবে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।#