ক্যাপশন : নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ পথসভায় বক্তব্য দিচ্ছেন।
স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী …………………………………………………
পাবনা—৪ (ঈশ্বরদী—আটঘরিয়া) আসনের নির্বাচন জমতে শুরু করেছে। এই আসনে আওয়ামীলীগের তরুননেতা পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ও পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এমপি ঈগল পাখি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিষ্টভাষী পাঞ্জাব আলী বিশ্বাসসহ ছয়জন প্রার্থী যার যার অবস্থান থেকে তাদের নেতাকর্মী—সমর্থকদের সাথে নিয়ে দিনরাত বিরামহীনভাবে পথসভা, উঠান বৈঠক, নির্বাচনীসভা, গণসংযোগ, লিপলেট বিতরণ, মাইকিং ও পোষ্টার লাগানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
একই সাথে বিএনপি—জামায়াতের নেতাকর্মীরা সুযোগ বুঝে নির্বাচন বিরোধী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। যে এলাকাতেই আওয়ামীলীগের কর্মী সমর্থকরা গণসংযোগ করে চলে যাচ্ছেন সে এলাকাতেই ভোট কেন্দ্রে না যাওয়া ও ভোট বর্জনের পক্ষে নানা কৌশলে গণসংযোগ চালাচ্ছে তারা।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাবেদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, আওয়ামীলীগনেতা আখলাকুর রহমান রিপন, সাজেদুল করীম সাধু, আক্তার হোসেন, যুবলীগনেতা মোস্তাফিজুর রহমান স্বজন, মহিলা আওয়ামীলগি সভাপতি মোসা: চায়না খাতুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুষারসহ অন্যরা। প্রবীন আওয়ামীলীগ নেতা মাহাতাব উদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, সিরাজুল ইসলাম পৌর কাউন্সিলর আবুল হাসেম, পৌর কাউন্সিলর ফরিদা পারভীন, রোকনুজ্জামান ডিলু, রফিকুল ইসলাম লিটন, মিলন চৌধুরী বক্তব্য দেন।
একইভাবে স্বতন্ত্র প্রার্থী মিষ্টভাষী পাঞ্জাব আলী বিশ্বাস ও তার পক্ষের সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লাহ,দাশুড়িয়ার আওয়ামীলীগনেতা আক্তার হোসেনসহ ঈশ্বরদী—আটঘরিয়ার কিছু সুবিধা বঞ্চিত নেতাকর্মীরা ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে ঈগল পাখি প্রতিকে ভোট দেওয়ার জন্য গণসংযোগসহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ সাঁড়া পানহাটা স্কুল মাঠ, সাঁড়াগোপালপুর স্কুল মাঠ, চরকুরুলিয়া, সাহাপুর মসজিদ মোড়, পাকশী ইউনিয়ন, সলিমপুর ইউনিয়ন, দাশুড়িয়া, আটঘরিয়ার মাজপাড়া, লক্ষিপুর ইউনিয়নসহ পৌর এলাকার ৮ নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড,১ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় পথসভা,গণসংযোগ ভোট প্রার্থনার সাথে সকল অভাব অভিযোগ, রাস্তাঘাট নির্মাণসহ নানাভাবে উন্নয়নের প্রতিশ্রম্নতি দেওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। একইভাবে ঈশ্বরদী আটঘরিয়ার প্রায় সকল এলাকাতেই ঈগল পাখি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ও তার সমর্থকরাও পথসভা, গণসংযোগ করে পথসভা, গণসংযোগ ভোট প্রার্থনার সাথে সকল অভাব অভিযোগ, সন্ত্রাস দমন, চাঁদাবাজি বন্ধ, রাস্তাঘাট নির্মাণসহ নানাভাবে উন্নয়নের প্রতিশ্রম্নতি দেওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
তবে স্বতন্ত্র প্রার্থী প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে নৌকার প্রার্থী সমর্থদের বিরুদ্ধে নানাভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে বিভিন্নস্থানে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে জাসদের মশাল প্রতিকের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের রেজাউল করীম খোকন, গামছা প্রতিকের আতাউল হাসান ও মনসুর রহমানও তাদের অবস্থান অনুযায়ী কাজ করতে দেখা যাচ্ছে।
সবমিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু মানুষের মধ্যে নির্বাচনী উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু মানুষের মধ্যে নানা রকম সঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।#