# এস এম মনিরুজ্জামান আকাশ, চাটমোহর উপজেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় সময় বিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানে (জুলাই-আগস্টে) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের স্মরণে- স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর, কে, এম, আব্দুর রব মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য দেন- ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুজ্জামান সবুজ, সহ-সমন্বয়ক আব্দুল আলীম সরকার, ফয়সাল কবির, শরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আব্দুস সালাম, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস, এম, হাবিবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে, এম, বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক মোঃ হেলালুর রহমান জুয়েল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ এনামুল হক, দর্পন টিভির মোঃ রফিকুল ইসলাম, শিক্ষার্থী তাসমিয়া তাহমিদ প্রমূখ।
বক্তাগণ, গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “১৯৫২, ১৯৭১, ১৯৯০, ২০২৪ সকল যুদ্ধবিগ্রহ, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। প্রতিটি আন্দোলন/সংগ্রামে নারীদের সহযোগিতা ছিলো উল্লেখযোগ্য। বাংলাদেশে যুদ্ধ এখনও শেষ হয়নি অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ এখনও চলমান রয়েছে। যে যুদ্ধের যোদ্ধা হিসেবে আজকের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে’।
স্মরণসভায় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষাবিদ আবু বকর মিঞা, অলোক কুন্ডু, মোঃ শাহজাহান আলী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বকুল হোসেন, মোঃ মোজাহারুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় আলোচনা শেষে দোওয়া করা হয়। দোওয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আব্দুস সামাদ। স্মরন সভা পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।#