# পলাশ (নরসিংদী) প্রতিনিধি : “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এ প্রতিপাদ্যে নরসিংদীর পলাশে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পলাশ উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী, মকবুল মোরশেদ রতনসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।#