
# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক তিনটি বিশেষ অভিযানে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে ১৪ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার (০৬ ও ০৭ নভেম্বর) মধ্যরাতে পৃথক পৃথক ভাবে পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ এর বস্তাবর এবং কালুপাড়া বিওপি কর্তৃক রুপনারায়নপুর,ঝারকুড়ি এবং মড়লই এলাকায় তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,০২টি মোটরসাইকেল,০৫টি মোবাইলসহ ০৩ জন চোরাকারবারী আটক করেন।
আটকৃতরা হলেন,(ক) মোঃজিয়ারুল হক(৪০),পিতা-মৃত আব্দুস সাত্তার, গ্রাম-রুপনারায়নপুর,পোস্ট-জগদল (খ) মোঃ রবিউল ইসলাম(৪২),পিতা-মৃত ফজলুর রহমান , গ্রাম-খাঁপুর,পোস্ট- আগ্রাদ্বিগুন এবং (গ) মোঃ আমিনুল(৩৫), পিতা-মৃত আশরাফুল, গ্রাম-ননপুকুর, পোস্ট-আগ্রাদ্বিগুন, উভয়ের থানা- ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এবং আসামীদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (যাহার মামলা নম্বর-১১,১২ এবং জিডি নং-২৯৮ আটককৃত মালামালের আনুমানিক সিজার ৩ লক্ষ ৮ হাজার ৬শ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন ,গরু,মাদক ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।#