
# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ “প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায় ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আত্ম অনুসন্ধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আমিনুর ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসের জিন্নুর চৌধুরী, তরুণ বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেন, আখি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আখি আক্তার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ। #