
# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াত ইসলামী নজিপুর পৌর যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে নজিপুর পৌর যুব বিভাগের উদ্যোগে যুব বিভাগের সভাপতি জোনায়েদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭নওগাঁ-২ (পত্নীতলা–ধামুইরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, প্রবীণ জামায়াত নেতা সাবেক উপজেলা আমির ডা. আবু ওবায়দা। নজিপুর পৌর আমির মোফাস্সেল হক। আরও উপস্থিত ছিলেন শামিম চৌধুরী, মারুফ হোসেন, ডা. মনির হোসেন, আহসান উল্লাহ, ছোটনসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ প্রমূখ।#