পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় বাজারে কয়েকটি দোকান অনৈতিকভাবে নতুন করে লিজ প্রদানের অভিযোগে ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাজার বণিক সমিতি। আজ মঙ্গলবার (২১) দুপুরের পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে বাজার বণিক সমিতির ডাকে দোকান মালিক ও কর্মচারীরা সুসংগঠিত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন পঞ্চগড় বাজার বণিক সমিতি। ম্মারকলিপিটি গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন চন্দ্র দাস।
এসময় তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম বাচ্চুসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম খান বলেন, আপনারা জানেন, কয়েক মাস থেকে পঞ্চগড় বাজারে অসাধু ব্যবসায়ী ভাড়াকৃত দোকান আত্মস্বাথ করার লক্ষ্যে পায়তারা শুরু করেছে। এবং বিভিন্ন ভাবে তারা দোকান গুলো আত্নসার্থের পরিকল্পনা করতেছে। পঞ্চগড় বাজারে সকল ব্যবসায়ী’রা একজোট হয়ে অসাধুদের উচ্ছেদের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতি পুর্বে বিষযটি প্রশাসনকে অবগত করেছি। আমরা স্মারকলিপির মাধ্যমে এই সমস্যা গুলো সমাধান চাই ।
পঞ্চগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম বাচ্চু বলেন, বাজার বণিক সমিতি বড় একটি সংগঠন। প্রায় ৫ হাজার ভোটার রয়েছে। আমরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। আমরা আমাদের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।#