পঞ্চগড় সদর উপজেলার দারিয়াপাড়া গ্ৰামের তেজপাতা ব্যাবসায়ী মোঃ খালেক, জানান বর্তমান হঠাৎ বাজারে মসলার দাম বৃদ্ধি হওয়ায় বাজারে তেজপাতার কদর রয়েছে। আমি প্রতি বছর এই দিনে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে কাঁচা তেজপাতা সংগ্রহ করে বাজার জাত করে থাকি। এতে করে মোটামুটি খরচ হয়। যেমন বাগান থেকে পাতা ক্রয় করে নির্ধারিত স্থানে রেখে রোদে শুকিয়ে লেবার দিয়ে বাছাই করে প্যাকেট করতে হয়। এতে করে খরচ হয় অনেক তারপর দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করি। এসব তেজপাতা বেশিরভাগ মসলা কম্পানি গুলোতে ক্রয় করে থাকে। তবে এতে আমার কিছুটা লাভ থাকে।
অন্যদিকে তেজপাতা বাছাই মহিলা লেবাররা বলেন, আমরা এখানে সারাদিন পাতা বাছাই করি কিন্তু এই মুজুরীতে আমাদের পোষায় না। মাত্র ২ থেকে ৩ শত টাকা হাজিরা পরে এতে করে আমাদের কিভাবে চলবে বর্তমানে বাজারে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের মুজুরীর দাম বৃদ্ধি পায়নি ।#