মেহেরুল ইসলাম মোহন লালপুর নাটোর…………………………
নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থানরত রামপাড়া স্কুল এন্ড কলেজে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গোপনে ম্যানেজিং কমিটি গঠন ও অনুমোদন হওয়ায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার(৩০শে জুন২০২২) রামপাড়া স্কুল এন্ড কলেজ চত্বরে ছাত্র/ছাত্রীর অভিভাবক বৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধনে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইদ্রিস আলী লালু বলেন,অত্র প্রতিষ্ঠানে অবৈধ ও অনিয়ম ভাবে কমিটি গঠন ও অনুমোদন হয়েছে যা আমি সহ ছাত্র/ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী মানিনা মানবো না।আমাদের দাবি একটাই নিয়ম-নীতি অনুযায়ী ছাত্র/ছাত্রীর অভিভাবক সদস্যদের নিয়ে পুনরায় প্রকাশ্যে ভোট গ্রহণের মাধ্যমে ফের পূর্ণাঙ্গ কমিটি গঠন হোক।
এ সময় অভিভাবক সদস্যরা বলেন, কিছু দিন আগে অত্র প্রতিষ্ঠানের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এডহক কমিটি গঠন করা হয়। পরে এডহক কমিটি থাকাকালীন সময়ে মনোনয়ন ফরম উত্তোলন,যাচাই-বাছাই, প্রত্যাহার, চুরান্ত করন ও ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করার কথা থাকলেও হযরত আলী কৌশল করে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই এমনটি করেছেন। কমিটি গঠন সম্পর্কেও আগে কাউকে কিছু জানানো হয়নি। এছাড়া নির্বাচনের জন্য কোন তফসীল ঘোষণা করা হয়নি। কিংবা তফসিল ঘোষণা করা হলেও তা গোপন রাখা হয়েছিলো।শুধু তাই নয়, কমিটিতে যাদের অভিভাবক সদস্য হিসেবে রাখা হয়েছে তারা হযরত আলীর মদদ দাতা বলেও তারা উল্লেখ করেন।
এ বিষয়ে রামপাড়া স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক হযরত আলী বলেন, শিক্ষা বিভাগের নিয়ম-নীতি অনুসারেই অত্র প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এবং রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অনুমোদন পেয়েছি। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সকল অভিভাবক সদস্যদের সাথে আলোচনা করে কারো কোন অভিযোগ না থাকায় আনিসুর রহমান কে সভাপতি এবং তাদের মতানুসারে অনান্য সদস্যদের তালিকা করে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। সুতরাং মানববন্ধন কারার কোন যুক্তিই আসে না।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে লালপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, আমি জরুরি মিটিং-এ বাহিরে আছি বিষয়টি খতিয়ে দেখা হবে।#
এডিট: সান