
মো. নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার সময় থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নাচোল উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম; নাচোল পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম; নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী; নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহুরুল ইসলাম জহির ও সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম; নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন; নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা ও সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম; নাচোল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হাবিবুল্লাহ সিপন, নাচোল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং সদস্য আব্দুল আজিজ (নাচোল সংবাদদাতা, দৈনিক খবরের কাগজ)।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. আছলাম আলী বলেন, “নাচোলকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।”
তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক সমাজ একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা যেমন সমাজকে সঠিক তথ্য দেয়, তেমনি পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ওসি আছলাম আলী আশ্বাস দিয়ে বলেন, নাচোল থানার দরজা সাংবাদিকদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে এবং যেকোনো তথ্যগত সহযোগিতায় তিনি আন্তরিক থাকবেন। পাশাপাশি তিনি আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের বিষয়ে আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাধারণ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, নাচোলের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবাগত ওসির নেতৃত্বে নাচোল থানা একটি জনবান্ধব ও আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।#