নাচোলে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলায় শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার, বেলা ১১টায় নাচোল মহিলা কলেজ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন হয়। বেসরকারিভাবে প্রথমবারের মত এ মেলা আয়োজন করেছে নাচোল ক্রয় বিক্রয় সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম।
নাচোল মহিলা কলেজের উপাধাক্ষ্য আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম। অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও সাদা মনের মানুষখ্যাত জিয়াউল হক।
মেলায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাচোল ক্রয় বিক্রয় সোসাইটির এ্যাডমিন মোবাস্বর তানজিম সাদ। এছাড়াও এসিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলি, বিশিষ্ট ব্যবসায়ী লালী ও মাইনুল ইসলাম, বিভিন্ন ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে চাঁপাইনবাবগঞ্জের পরিচিত মুখ ড্রিম পেজের কনটেন্ট ক্রিয়েটর মিলন এ মেলায় উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে উদ্বোধক জিয়াউল হক জানান, নাচোলের মত জায়গায় এমন আয়োজন আমাকে অবাক করেছে। এমন আয়োজনে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, গ্রামের পণ্য শহরের লোকেরা ভোগ করতে পারবে, ফলে গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। ইলেকট্রনিক্স, ক্যাফে, বিভিন্ন খাবার ও নাস্তার স্টল, শাড়ি, কাপড়, নকশিকাঁথা, মাটির তৈরি জিনিসপত্রসহ মেলায় ২৭টিরও অধিক স্টল এবার অংশগ্রহণ করেছে।
এছাড়াও মডার্ন ইসলামী ক্লিনিকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন শাকিল রেজা।#