মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের রাওতারা গ্রামে অবস্থিত ইলা মিত্র সংস্কৃতি সংগ্রহশালা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সংগ্রহশালা স্থানে সরেজমিন পরিদর্শন ও সাইট সিলেকশন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। সাইট সিলেকশন শেষে তিনি বলেন, “ইলা মিত্র শুধু তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রীই নন, তিনি ছিলেন এই মাটির মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এ সংগ্রহশালাকে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবো এবং ধাপে ধাপে সংস্কারের কাজ শুরু হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাংবাদিক মোঃ মমিনুল ইসলাম মুন, ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, সার্ভেয়ার মোঃ লিওন কাউসার, তহশিলদার রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইলা মিত্র: তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী বাংলার তেভাগা আন্দোলনের সঙ্গে নাম জড়িয়ে আছে ইলা মিত্রের। ১৯৪৬-৪৭ সালে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি নির্যাতিত হয়েও মাথা নত করেননি। কৃষক-শ্রমিকের অধিকার আদায়ে তার সংগ্রাম তাকে “তেভাগার রানি” উপাধি এনে দেয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কৃষক আন্দোলনে তার ভূমিকা আজও মানুষের অনুপ্রেরণা। নাচোলের রাওতারা গ্রামে গড়ে ওঠা এ সংগ্রহশালা আজও স্মরণ করিয়ে দেয় ইলা মিত্রের আত্মত্যাগ, সংগ্রাম ও বিপ্লবী জীবনের অমর কাহিনী।#