নরসিংদী প্রতিনিধি: ঃ গত ১৬ জানুয়ারি ক্লাব প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ কাউছার হোসাইন। প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও মানবতার ফেরিওয়ালা রাশেদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক এবিএম আজরাফ টিপু।
সভাটি পরিচালনা করেন দি ফাইন্যান্সিয়াল পোস্ট পত্রিকার নরসিংদী প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু । উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী খোকা , ডাক্তার শরিফ মিয়া। নরসিংদী জেলা আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও নরসিংদীর সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান পিটু। ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
অন্যান্য উপস্থিতি ছিলেন নরসিংদী সদর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক নরসিংদীর নব কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ শাহিন চৌধুরী,প্রচার সম্পাদক মাইনুদ্দিন সরকার,দপ্তর সম্পাদক রেজাউল করিম। ক্রাইম রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ সিএনএন টিভির প্রতিনিধি কামাল উদ্দিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য আলতাব হোসেন, তালাত মাহমুদ, রাসেল মাহমুদ, কামাল মিয়া এবং ক্লাব সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মানবতার ফেরিওয়ালা রাশেদুল ইসলাম আজাদ বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নরসিংদী সদর প্রেস ক্লাব। আমি নরসিংদী শহরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চাই এবং সর্ব শ্রেণীর মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আমি সকলের দোয়া চাই ।#