1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা  লালপুরে উপজাতি তরুণী ধর্ষণ, ধর্ষক আটক  নরসিংদীর, পলাশে চা দোকানদার শফিকুল ইসলাম মোল্লার উপর সন্ত্রাসী হামলা-ন্যায় বিচারের দাবি পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারের জেল ও জরিমানা   খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে মতবিনিময়  ঘুরতে বেরিয়েছিল দুই মোটরসাইকেলে পাঁচজন, ফেরার পথে ট্রাক চাপায় লাশ হলো দু‘ জন  রূপসায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত চারঘাটে  দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ  নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

 নরসিংদীর, পলাশে চা দোকানদার শফিকুল ইসলাম মোল্লার উপর সন্ত্রাসী হামলা-ন্যায় বিচারের দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পলাশ, নরসিংদী প্রতিনিধিঃ পলাশ উপজেলার বাগপাড়া জনতা জুট মিল মাঝের গেট সংলগ্নে চা দোকানদার শফিকুল ইসলাম মোল্লার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতাঃ মৃতঃ ওমর আলী, সাং: বাগপাড়া, ডাকঘর: পলাশ, থানা পলাশ, জেলা নরসিংদী। আসামিরা হলেন: ১। মোঃ নান্নু সরকার (৬০), পিতা: মৃত: মাজম আলী সরকার, ২। মোঃ ইদ্রিস আলী (৫৯), পিতা: মৃত: নানা মিয়া, ৩। হাবিবুর সরকার (২২), পিতা: নান্নু সরকার, ৪। ইকবাল হোসেন (৪২), পিতা: শওকত আলী, ৫। নাইম সরকার (২৫), ৬। রুবেল সরকার (৩০), পিতা: আরজু সরকার, ৭। ছাইফুল ইসলাম সরকার (২০), পিতা: মজনু সরকার, ৮। ইব্রাহিম সরকার (৩৫), পিতা: মৃত: বাচ্চু সরকার, সর্ব সাং- বাগপাড়া, ডাকঘর: পলাশ, থানা: পলাশ, জেলা: নরসিংদী। অজ্ঞাত আরো ৪/৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির পিএস মজনু সরকারের ভাই নান্নু সরকারের কাছে চা দিতে দেরি হওয়াতে শফিকুল ইসলাম কে মারধর করেন,শফিকুল ইসলাম মোল্লার চা, বিস্কিট, পান, সিগারেট ও ভাতের হোটেল আছে। গত ১০/০১/২০২৫ খ্রিঃ তারিখে সকাল আনুমানিক ৭.৩০ ঘটিকার সময় ১নং বিবাদী মোঃ নান্নু সরকার দোকানে এসে শফিকুল ইসলামের কাছে চা দিতে বলে। চা দিতে একটু দেরী হওয়ায় ১নং বিবাদী নান্নু সরকার হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালী করতে থাকে।

গালাগালীর কারণ জানতে চাইলে ১নং বিবাদী আচমকা সজোরে থাপ্পর মারে এবং চলে যায়। বিবাদীগন প্রায়ই শফিকুল ইসলামের দোকানে এসে বিস্কিট, কলা, চা, সিগারেট ইত্যাদি খেয়ে টাকা না দিয়ে চলে যায়। পরবর্তীতে ঐ ঘটনার জের ধরে বিবাদীগন ১১/০১/২০২৫ ইং তারিখে রাত আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় আবার দোকানে আশে ও চা, বিস্কিট, পান ও সিগারেট খায় এবং টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালী করতে থাকে, শফিকুল ইসলাম প্রতিবাদ করলে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা যখম করে এবং দোকানের রেকের উপর থাকা পানের খালা ও রুটি, বিস্কিট কলা মাটিতে ছুড়ে ফেলে দেয় এবং রেকের ভিতরে থাকা বেনসন সিগারেট, গোল্ডলিফ সিগারেট ও অন্যান্য সিগারেটের কার্টুন, ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়। এবং দোকানের টেবিল চেয়ার ভাতের রেক ও আসবাবপত্র ভেঙ্গে ফেলে, এতে প্রায় ২,৮৫,০০০/- (দুই লক্ষ পচাশি হাজার) টাকার ক্ষয়ক্ষতি হয়।

শফিকুল ইসলামকে মারধর চলাকালীন সময়ে ডাক চিৎকারে আশে পাশের লোকজন সহ তার স্ত্রী ও ছুটে এলে ২নং বিবাদী মো: ইদ্রিস আলী শফিকুল ইসলামকে মারতে থাকলে তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০) বাঁচানোর জন্য আসলে ২নং বিবাদী তাকেও মারধর করে। পরবর্তিতে বিবাদীগন শফিকুল ইসলামকে ও তার স্ত্রীকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

শফিকুল ইসলাম বলেন, আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত বিষয়টি আমি আমার পরিবার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি, আমি সমাজের কাছে একটি সুবিচার আশা করছি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনে করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট