1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
গাজায় খাদ্য মজুদ শেষ হয়ে গেছে: ডব্লিউএফপি নতুন চুক্তি না হলে ইরানের ওপর হামলায় ‘অগ্রণী ভূমিকা’ নেওয়ার ঘোষণা ট্রাম্পের মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দাখিল পরীক্ষার্থী নিহত আত্রাইয়ে রোদের তীব্রতায় ঝরে যাচ্ছে আমের গুটি, চিন্তায় চাষিরা সাতক্ষীরার শ্যামনগরে হত্যার চেষ্টা মামলার সাক্ষী কে ভয় ভীতি প্রদর্শন, থানায় জিডি  ভারতের পহেলগাঁও কাণ্ডের পর নিরাপত্তাবাহিনীর নিশানায় স্থানীয় ১৪ জঙ্গি, তালিকা তৈরি ভারতীয় সেনা প্রস্তুত!  পাক হুঁশিয়ারির মাঝে সতর্কতার বার্তা  নির্বাচন খুব তাড়াতাড়ি হওয়ার লক্ষণ দেখি না: মির্জা আব্বাস তীব্র গরম থেকে রক্ষা পাওয়ার ১০ উপায় জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

নতুন চুক্তি না হলে ইরানের ওপর হামলায় ‘অগ্রণী ভূমিকা’ নেওয়ার ঘোষণা ট্রাম্পের

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় নতুন চুক্তি না হলে দেশটির ওপর হামলায় যুক্তরাষ্ট্র ‘অগ্রণী ভূমিকা’ নেবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ২২ এপ্রিল সাক্ষাৎকারটি গ্রহণ করা হলেও শুক্রবার এটি প্রকাশিত হয়। সেখানে ট্রাম্প নতুন চুক্তির সম্ভাবনার কথা উল্লেখ করলেও ইরানের সর্বোচ্চ নেতা বা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেননি।

টাইম ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, ‘সম্ভবত আমাদের হামলা চালাতেই হবে, কারণ ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। তৃতীয় দফা আলোচনা আগামী শনিবার ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোমে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের পর উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করলেও কোনো বিস্তারিত জানানো হয়নি।

এই আলোচনায় ইরানের শত্রু রাষ্ট্র ইসরাইলকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন, ‘আমরা প্রতিটি বিষয়েই একমত।’

টাইম ম্যাগাজিন জানতে চায়, তিনি কি ইসরাইলকে একতরফাভাবে ইরানের ওপর হামলা চালাতে বাধা দিয়েছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘তা ঠিক নয়।’

‘আমি তাদের থামাইনি। তবে তাদের জন্য পরিস্থিতি স্বস্তিদায়ক করিনি, কারণ আমি মনে করি, হামলার পরিবর্তে একটি চুক্তি করা সম্ভব,’ বলেন তিনি।

‘শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদের ওপর ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি বলেছিলাম, বোমা পড়ার চেয়ে চুক্তিই ভালো।

তিনি নেতানিয়াহুর কারণে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে—এমন শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, ‘তিনি যুদ্ধের পথে হাঁটতেই পারেন। কিন্তু  তাতে আমাদের টেনে নেওয়া হচ্ছে না’

তবে ট্রাম্প যোগ করেন, ‘যদি চুক্তি না হয়, তাহলে আমি স্বেচ্ছায় যুদ্ধে যেতেও রাজি আছি।

তিনি বলেন, ‘যদি চুক্তি না হয়, তাহলে আমিই দলের নেতৃত্ব দেব।’

২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বাতিল করে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

তেহরানকে দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করার অভিযোগ করে আসছে পশ্চিমা শক্তিগুলো এবং মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিবেচিত ইসরাইল। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে।

টাইম ম্যাগাজিন জানতে চায়, তিনি কি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অথবা প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি? জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই।#

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট