
# মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলামকে স্বাগত জানিয়ে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় ইউএনও শেখ মো. আলাউল ইসলাম আত্রাইয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসনের কঠোর মনোযোগের কথা উল্লেখ করেন।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপজেলা কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#