মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট হতে গুমারদহ পর্যন্ত সড়কের অবস্থা বর্তমানে চরম বেহাল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করলেও বছরের পর বছর সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে পুরো রাস্তা।ফলে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে মারাত্মক ভোগান্তি।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার কাজ হয়নি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় বড় বড় গর্তে পানি জমে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চালকরা অভিযোগ করেন, খানাখন্দের কারণে যানবাহনের গতি কমাতে হয়,ফলে সময় বেশি লাগে এবং অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এতে পরিবহন ব্যয়ও বাড়ছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান,রাণীনগরের মিরাট হতে গুমারদও পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি। নইলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।#