# বিশেষ প্রতিনিধি……………………….
নওগাঁর ধামইর হাটের বেনিদয়ার মিশন প্রাঙ্গনে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিশু সমাবেশ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৪ জুন) দিন ব্যাপি এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচার একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসোফ জেরভাস রোজারিয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচার একাডেমি এর নির্বাহী পরিষদ সদস্য চিত্তরনজন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার।
বেনিদুয়ার মিশনের ফাদার ফাবিয়ান মারান্ডি। প্রনথ কিস্কুর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফাদার বাপ্পি।সাহ অত্র এলাকার আদিবাসী জনগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন আদিবাসীদের অনেক সংস্কৃতি ও ভাষা হারিয়ে গেছে। তাদের হারোনো সংস্কৃতি ও ভাষা উদ্ধারে সংরক্ষণ করতে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচার একাডেমি নিরালস ভাবে কাজ করে যাচ্ছে এর জন্য তিনি অত্র প্রতিষ্ঠান কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তব্য শেষে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় এবং পরে প্রতিযোগিতাদের মাঝে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।#
এডিট: সান