# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই থেকে………………
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝরে পরে গেল হাজার হাজার মন কাঁচা আম৷
আমের রাজধানীখ্যাত নওগাঁ জেলা, আজ রাতে কালবৈশাখী ঝড়ে পড়েগিয়েছে বাগানের হাজার হাজার মণ আম। ঝড়ে পড়া এসব অপরিপক্ব আম ব্যবসায়ীরা কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন হাট বাজারে ও বিভিন্ন জুস কোম্পানিকে সরবরাহ করতিছে৷ শুক্রবার (২০ মে) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে শুরু হয়ে শনিবার (২১ মে) ভোর পর্যন্ত চলে কালবৈশাখী ঝড়তুফান চলে। এর আগে বৃহস্পতিবার রাতেও প্রচণ্ড ঝড়ে আম ঝরে পড়েছে। দুই রাতে জেলার বিভিন্ন গ্রাম গঞ্জে বাগানের আম ঝরে পড়েছে হাজার হাজার মণ।
এসব আম বাগান মালিকরা বস্তাভর্তি করে কেউ ভ্যান করে আবার কেউ ভটভটিতে করে
বিভিন্ন বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। ৫০ কেজির প্রতি বস্তা আম ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করেন তারা, যার প্রতি কেজি আম বিক্রি হয় দুই থেকে তিন টাকা দরে।
আত্রাই উপজেলার মিলন হোসেন বলেন, আমি প্রায় ৩০ বিঘা জমিতে বিভিন্ন জাতের আমের বাগান কিনেছিলাম। এসব গাছ হলো আম্রপালি, বারি-৪, ক্ষিরসাপাত,গোপাল ভোগ,নেংড়া সহ বিভিন্ন জাতের আম। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে গাছ থেকে বেশির ভাগ আম ঝরে পড়েছে। আমগুলো এখনো পাকেনি। সকালে এসব আম বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে৷ ৩টাকা থেকে ৫টাকা কেজি দরে বিক্রি
কালবৈশাখী ঝড়ে আমার প্রায় ৩০ থেকে ৪০ মণ আম ঝরে পড়েছে। এত কাঁচা আম নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কিছু আম দুই থেকে তিন টাকা কেজি দরে বিক্রি করেছি। লাভ তো দূরে থাক, খরচও উঠবে না ।#