
মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় পাঁচ শ্রেষ্ঠ নারীকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য রাখেন। সমাজ উন্নয়ন, নির্যাতন জয়, অর্থনৈতিক সাফল্য, শিক্ষা-চাকরি এবং সফল জননী—এই পাঁচ ক্যাটাগরিতে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। একই দিনে উপজেলা প্রশাসন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।#