
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর বিশেষ মাদকবিরোধী অভিযানে একশ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সদর থানার রজাকপুর ডানা পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ইকরামুল (৩৬), পিতা আব্দুল মান্নান, বাড়ি মাটিকাটা ভাটা, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহী। তার কাছ থেকে জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে ডিবি।
জেলা গোয়েন্দা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন এবং ইকরামুলকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। মাদককারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।#