
বিশেষ প্রতিনিধিঃ নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে শহরের নওজোয়ান মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাজলিসুল মোফাচ্ছেরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।
জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। জানাজার আগে বক্তারা ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন এবং তাকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে উল্লেখ করেন।
জানাজা শেষে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওসমান হাদী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ বেশ তৎপর রয়েছে। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সবাইকে শান্ত থাকার আহবান জানন।#