মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব মানবতার মুক্তির দুত আঁকায়ে নামদার তাঁজেদারে মদিনা মহানবী রাসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনীর বুকে শুভাগমন ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে নওগাঁ খাস মোজাদ্দেদিয়া তরিকার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে ।
মাহে রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে নওগাঁর শেখপাড়া জামে মসজিদে আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত এক মহতি জলসার আয়োজন করা হয়েছে৷
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দিক নির্দেশনা মলক উপদেশ দিয়েছেন প্রাক্তন প্রভাষক নওগাঁ উল্লাসপুড় ফাজিল মাদ্রাসা ও পিরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবন আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ, সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিতি ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত খাস মোজাদ্দেদিয়া তরিকার মুসল্লী বৃন্দ।#