# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় আলহাজ্ব সালমান ওমর রুবেলের দিগনির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০আগস্ট) স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী উপজেলার শহরের দর্গাভিটা, হয়ে বাজার এলাকার বিভিন্ন রোড অতিক্রম করে দলীয় কার্যালয়ে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক কছিম উদ্দিন বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, স্বচ্চেসেবক দলের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান, মো: শহিদুল ইসলাম ফকির, মো: হালিম উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের উত্তর জেলা সদস্য আবু সাইদ,সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।#