# ধোবাউড়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় শুক্রবার বিকালে ভারতীয় ৩০ পিচ কম্বল ও সিএনজি সহ দুইজনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
জানা যায়, থানাপুলিশ গোপন সংবাদ পায় সীমান্ত থেকে কম্বল বোঝায় করে একটি সিএনজি আসছে। তাৎক্ষনিক (ওসি) আল মামুন সরকার এর দিগ নির্দেশনায় এস,আই সাকিব, এস, আই মনির এস, আই জিয়া সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুধনই এলাকা পাকা রোডের উপর থেকে ৩০ পিচ কম্বল ও একটি সিএনজি সহ দুইজনকে আটক করে। আটককৃতদের ঠিকানা শেরপুর বলে জানা গেছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে জানিয়েছে ধোবাউড়া থানা পুলিশ।#