# ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে। আলকাছ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সদর ইউনিয়ন সিঙ্গুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে পরিবার ও অভিযোগ সৃত্রে জানা যায়, বাক-প্রতিবন্ধী শিশুটি প্রতিবেশী আলকাছের বাড়িতে যাতায়াত করায় তার নজরে পড়ে। প্রায় সময় তার কাছে ডেকে নিত। সেই সুবাধে গতকাল দুপুরে বেড়াতে গেলে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ করায় তাৎক্ষণিক অফিসার ইনচার্জ আল-মামুন সরকার অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে। শিশুটির ভাই নজরুল ইসলাম, অভিযুক্ত আলকাছের শাস্তি দাবী করেছেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ আলমামুন সরকার জানান, শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি অভিযুক্তেকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#