# ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা দক্ষিনমাইজপাড়া ইউপি সানখলা গ্রামে ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিঅ্যাক্ট নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় দুই কিশোর আহত হয়েছে। রবিবার রাতে কমলপুর মোড়ে মনোহরী দোকানের সামনে পাকারাস্তার উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ১। রিফাত মিয়া (১৯) ২। আকাশ মিয়া(২২) ৩। রিদয়ান (১৯) তিন জনকে আসামী করে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী।
অভিযোগ ও পরিবার সৃত্রে জানা যায়,একই গ্রামের রিফাত একটি ছবি ফেসবুক পোস্ট করে সেই পোস্টে শরিফুল ইসলাম ‘হা-হা’ রিঅ্যাক্ট দিয়েছিল । এতে রিফাত মঠোফোনে শরিফুলকে গালিগালাজ করে। চাচাতো ভাইয়ের বিষয়টি সাব্বির জানতে পেরে মিমাংসার জন্য যোগাযোগ করে রিফাতের সঙ্গে। তখন তারা মিমাংসার প্রলোভন দিয়ে কমলপুর মোড়ে নেয়।এ সময় আগ থেকে উৎপেতে থাকা তারা পৌছা মাত্রই দেশীয় অ স্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী আক্রমন করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করে।
আহতদের মধ্যে সাব্বির হোসেন (১৮) ও শরিফুল ইসলাম(১৭) নামের দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
ধোবাউড়া থানার বিট অফিসার এস,আই শরিফ আহম্মদ বলেন, ঘটনাটি শুনছি অভিযোগটি এখনো হাতে পায়নী। হয়তো আজকে পাব।#