
# ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া মুন্সিরহাট দক্ষিন জামে মসজিদ প্রাঙ্গনে , আলোকিত ধোবাউড়া গড়ার লক্ষে ইমাম,মোয়াজ্জিন,খাদেম,মসজিদ- মাদ্র্যসা কমিটির সভাপতি, সাধারন সম্পাদক, মুহতামিম ও বিশিষ্ট আলেমদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব সৈয়দ ইমরান সালেহ( প্রিন্স) এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা আলেম উলামারা বক্তব্যে তারা কিছু দাবী জানান।
পরে প্রধান অতিথি তাদের আশ্বস্ত করে জানান, সামনে জাতীয় নির্বাচন জয়ী হতে পারলে উপজেলায় কলখারকানা নির্মাণ, বেকাদের কর্মসংস্থান সৃষ্টি,ইমাম মোয়াজ্জেনদের ভাতার ব্যবস্থা, ইসলামকে অগ্রয়াধীকার দিবেন বলে তিনি জানান। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।#