1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক  ​ইরানের বর্তমান রাজনৈতিক সংকট ও বাংলাদেশের ইসলামি দলগুলোর ওপর এর প্রভাব: একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা নওগাঁয় উদ্ধারকৃত ৪৬টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর থানা হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার কেন্দ্রস্থল : আত্রাইয়ে এসপি তারিকুল ইসলাম ​ খুলনায় নারীর প্রতি সহিংসতা রোধে অংশীজনদের সমন্বয় কর্মশালা সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নমূলক কাজে নানা অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর পরিদর্শন করলেন পৌর প্রশাসক মো. আতিকুর রহমান বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া ডাক্তারের ৬মাসের কারাদন্ড নাচোলে বালাই নাশক ডিলারের কাছ থেকে অবৈধভাবে মজুদ ১৭১ বস্তা সার জব্দ ও জরিমানা মিথ্যা মামলার  প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে  এক লাখ টাকা জরিমানা

থানা হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার কেন্দ্রস্থল : আত্রাইয়ে এসপি তারিকুল ইসলাম ​

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানাকে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) রাতে আত্রাই থানা আকস্মিকভাবে পরিদর্শনকালে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পুলিশি সেবা পেতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়।

সেবা প্রদানের ক্ষেত্রে গতিশীলতা আনার নির্দেশ দিয়ে তিনি বলেন, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্সের মতো জরুরি সেবাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পায় এবং পুলিশি কার্যক্রমে সন্তুষ্ট থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য। ​তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে পুলিশ সুপার আরও বলেন, ​অপরাধ দমনে কোনো আপস নেই। ওয়ারেন্ট তামিল ও কার্যকর টহল জোরদার করার মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং দায়িত্বশীলতার সাথে নিজের ওপর অর্পিত কাজ সম্পন্ন করতে হবে। ​

পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনা প্রসঙ্গে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনাসমূহ আমরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আত্রাই থানাকে একটি আদর্শ ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ​পরিদর্শনকালে আত্রাই থানার সকল স্তরের অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসপির এই ঝটিকা সফর এবং কড়া নির্দেশনায় থানার কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট