# আরাফাত হোসেন, শিবগঞ্জ প্রতিনিধি: আজ (০২ অক্টোবর) ৫৯ ব্যাটালিয়ন তেলকুপি সীমান্ত এলাকার অধীনস্থ জমিনপুর তেলকুপি মাঠ থেকে ৩১ টি ইন্ডিয়ান চোরাই মোবাইলসহ মোঃ আব্দুস সাহিন (৫০) নামে একজন আটক।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলকুপি জমিনপুর মাঠ সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বিজিবি। সকালে তেলকুপি জমিনপুর গ্রামের সীমান্ত পিলারের পাশ দিয়ে খাসের হাটের দিকে যাওয়ার সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মোঃ আব্দুস সাহিন, পিতাঃ মৃত মোঃ ইসরাইলকে (৫০) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে এসব অবৈধ ৩১টি মোবাইল উদ্ধার করে বিজিবি।
আটক পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে শিবগঞ্জ থানায় জব্দকৃত মালামাল সহ আসামিকে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড সদস্য মোহাঃ কাসেদ আলী জানান ৫৯ বিজিবি’র অভিযানে ও কড়া নিরাপত্তার জন্য আজ সীমান্ত এলাকার মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছেন। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ গোলাম কিবরিয়া’কে আন্তরিক ধন্যবাদ জানাই।#