কবিতা………………………..
তুমি কত সুন্দর
——– এ বি বাসু বাবু
তুমি অপরুপ তুমি সুহাসিনী মায়াবী তোমার অবয়ব চাহনী। তোমার দুটি আঁখির পলক রাতের আঁধারে জোনাকির ঝলক।
তোমার দীর্ঘ কালো কেশে মন যায় স্বপ্নের জগতে মিশে। অবলীলায় তোমার হাঁটনে চলনে ঝংকার বাজে মনের দুয়ারে।
তোমার সুশ্রী হাসি দেখে নয়নে শত কৌতুহল ভেসে উঠে মনে। তোমার এ অপরুপ সৌন্দর্য দর্শনে অদৃশ্য পরীরাও হিংসে করে মনে।
আঁধার রাতে মেঘের কোলে জোস্নার আলোয় যায় সব ভুলে। দিনের আলোতে দেখিয়া তোমাকে রাতের সৌন্দর্য থাকেনা স্মৃতিতে।
দেখে তোমাকে পড়েনা দৃষ্টি তুমি বিধাতার নিদারুণ সৃষ্টি। তুমি কত সুন্দর জানে এ অন্তর এ মন চায় তোমায় তাই যুগান্তর।
কবি পরিচিতি: সেনাবাহিনীর একজন সদস্য।