# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীতে পুলিশের হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এমপিও ভূক্ত স্কুল মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গগনপুর কারিগরি কলেজ এর প্রিন্সিপাল রঞ্জু আহমদ, মধইল বি এল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, গগনপুর ফাজিল মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষিকাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা,শতভাগ উৎসব ভাতা এই ৩ দফা দাবি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম দিয়ে তার কার্যালয়ে জমা দেন।
বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছে দেশ এবং জাতী গঠনের কারিগর। তাদের নূন্যতম অধিকার চাইতে গিয়ে শিক্ষকদের লাঞ্চিত করা হয়েছে। শিক্ষকদের গায়ে হাত তুলে শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে। যেই দেশে শিক্ষক লাঞ্চিত হয় সেই দেশে ভালো মানুষ তৈরী হতে পারে না। সরকার প্রধানের কাছে দাবী জানাই শীঘ্রই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে। শিক্ষকদের সম্মানিত করতে হবে। শিক্ষকদের অপমান করার জন্য ক্ষমা চাইতে হবে। শিক্ষকদের অপমান করে কোন সরকার টিকতে পারেনি। অতি দ্রুত আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। দাবী মেনে না নিলে কঠোর কর্মসূচীর কথা জানান তারা।#