এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি: ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সেন, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। তিনি ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়ার সাথে তার অফিস কক্ষে ১২ মার্চ এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
ডক্টর হোসনে আরা বেগম এলজিইডি অফিস কার্যালয়ে পৌঁছালে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সাক্ষাৎ পরবর্তী উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় সৌহার্দ পূর্ণ, আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন বগুড়া জেলার ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিশেষ করে জনমিতি বিবেচনায় জেলার অবকাঠামো উন্নয়ন দুঃখজনক ভাবে উপেক্ষিত। বৈষম্যবিরোধী আন্দোলন সফল হওয়ার পর সংগত কারণে ভুক্তভোগী জনগণ উন্নত অবকাঠামো বিশেষ করে রাস্তা, ঘাট, ব্রীজ, কালভাট নির্মাণ-রিপিয়ারিং প্রস্থকরণ এর ন্যায্য দাবি করছেন।
টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এলজিইডি এর প্রধান প্রকৌশলী উত্তরবঙ্গের কৃতিসন্তান মোঃ আব্দুর রশীদ মিয়ার সাথে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় প্রধান প্রকৌশলী অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমের কথা ও তার দেওয়া নানা পরামর্শ ধৈর্য সহকারে শোনেন এবং তা বাস্তবায়নের চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন।
টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বগুড়া জেলার নানা অবকাঠামো ও রাস্তা ঘাট সরেজমিনে দেখার জন্য প্রধান প্রকৌশলীকে আহবান জানান। এ ছাড়াও টিএমএসএস পরিচালিত টিএমএসএসের বিনোদন জগৎ, ফাইভ স্টার হোটেল ম-ম ইন ও টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড, টিএমএসএস পরিচালিত নানান প্রতিষ্ঠান, পরিদর্শনের আমন্ত্রণ জানালে প্রধান প্রকৈাশলী কোন এক বিশেষ সময়ে বগুড়ার অবকাঠামো, রাস্তা, ঘাট সরেজমিনে দেখার পর টিএমএসএসের নানান ধরনের কার্যক্রম পরিদর্শন করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এলজিইডি অফিসের নানা উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।#